কোর্সটি সম্পর্কে
প্রতিটি শিক্ষার্থীর মনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটি সুপ্ত বাসনা থাকে। কিন্তু এই পথটি এতই প্রতিযোগিতাপূর্ণ যে, সাধারণভাবে প্রস্তুতি নিয়ে এই স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। বিশেষ করে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রদের জন্য এই যাত্রাটা আরো কঠিন, অনেক প্রতিযোগী কিন্তু সিট অনেক কম তাই প্রস্তুতি নিতে হবে সেভাবেই। আমাদের গাইডলাইন এবং তোমাদের পরিশ্রম এই দুইয়ের মিলিত প্রচেষ্টায় আমরা এই অসাধ্য সাধন করতে পারব ইনশাল্লাহ। তোমরা সবাই জানো যে ভর্তি মৌসুমটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলির একটি। সঠিক নির্দেশিকা এবং সর্বোচ্চ মানের ক্লাস পাওয়া তোমার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।
সুখবর হচ্ছে, আমি ( মাহি ইসলাম ) ও জয়নাল একাডেমি এর জয়নাল ভাইয়া সাথে বিগত সাল গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এ মেধা তালিকার প্রথম দিকে চান্স পাওয়া শিক্ষার্থীদের নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি সি ইউনিটের সেরা অনলাইন কোর্স!
কেন তুমি আমাদের কোর্সটি বেছে নেবে?
- প্রত্যেক বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক
- বিশেষ টিপস, শর্টকাট এবং নির্দেশিকা
- ব্যক্তিগত নির্দেশিকা এবং কাউন্সেলিং সেশন
- মডেল টেস্ট এবং অগ্রগতি পর্যালোচনা
- সাব্জেকটিভ মডেল টেস্ট, পেপার ভিত্তিক মডেল টেস্ট ও পূর্ণাঙ্গ মডেল টেস্ট এর ব্যাবস্থা
ইন্সট্রাক্টর হিসেবে থাকছি আমি ( মাহি ইসলাম, আইবিএ, বিবিএ, এছাড়াও ডিইউ সি ইউনিট, জেইউ, রাবিতে মেধাক্রম প্রাপ্ত ), থাকছেন এসিএস আইবিএ বিবিএ কোর্সের ইংলিশ ইন্সট্রাক্টর ও ফাউন্ডার, জয়নাল একাডেমী, থাকছেন মেহরাজ ইমন, মেধা তালিকায় প্রথম, ডিইউ ১০২ তম ব্যাচ, থাকছেন পল্লব কুমার নাকতি মেধা তালিকায় ৪র্থ, ডিইউ ১০২ তম ব্যাচ, আহসানুল হক মাহি, মেধাতালিকায় ৫১তম, ডিইউ ১০২ তম ব্যাচ।
এই কোর্সে একদিকে যেমন প্রিলি-রিটেন দুটোই সম্পূর্ণ শেষ হবে, তেমনি নিয়মিত এক্সাম, আর্কাইভ ক্লাস, ওয়েব অ্যাপে ক্লাস (যাতে ফেসবুকে সময় নষ্ট না হয়) টিচারের নির্দেশনাসহ ইত্যাদি সুবিধা থাকবে। তুমি যদি বিশ্বাস করো এবং তোমার যদি অদম্য ইচ্ছে থাকে, তাহলে ইনশাল্লাহ তুমি সফল হবেই। তাহলে আর দেরি কেন? দ্রুত যুক্ত হও আমাদের সাথে।
ঢাকা বিশ্ববিদ্যালয় তথা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যাবসায় শিক্ষা ইউনিটে চান্স পাওয়ার প্রধান বাধা ইংরেজি। প্রতি বছরই সি ইউনিটে ইংরেজিতে প্রায় ৯০% ছাত্র-ছাত্রী অকৃতকার্য হয় এবং এডমিশন যুদ্ধে ছিটকে পরে। বিশেষ করে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রদের জন্য এডমিশন যাত্রাটা আরো কঠিন, অনেক প্রতিযোগী কিন্তু সিট অনেক কম তাই প্রস্তুতি নিতে হবে অন্যরকম ভাবেই।
কি ভয় হচ্ছে!!!!!
প্রতিটি পরীক্ষার্থী এইচএসসি এর থেকেই প্রস্তুতি শুরু করে, সঠিক গাইডলাইন ও প্রয়োজনীয় কৌশল এর অভাবে তারা এই ভয় কে জয় করতে পারে না। তোমাদের এই ভয়কে জয় করতে ইংরেজির উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা নিয়ে এসেছি ব্যাবসায় শিক্ষা ইউনিট ( ভার্সিটি + গুচ্ছ ) এডমিশন কোর্স। ইংরেজির পাশাপাশি বাংলা, একাউন্টিং, ফিন্যান্স, উৎপাদন ও বিপনন ও ব্যাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়গুলোতেও থাকছে গুরুত্ব।
আমাদের গাইডলাইন এবং তোমাদের পরিশ্রম এই দুইয়ের মিলিত প্রচেষ্টায় আমরা এই অসাধ্য সাধন করতে পারব ইনশাল্লাহ। তোমরা সবাই জানো যে ভর্তি মৌসুমটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলির একটি। সঠিক নির্দেশিকা এবং সর্বোচ্চ মানের ক্লাস পাওয়া তোমার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।
সি ইউনিট এর পরীক্ষা হয় ২টা পদ্ধতিতে:
- প্রিলি
- রিটেন
আমাদের এই কোর্সটিতে থাকছে ৫০+ টির অধিক লাইভ ক্লাস যে ক্লাস গুলোতে এমসিকিউ এর পাশাপাশি লিখিত প্রশ্ন গুলো কভার করা হবে। এই কোর্সে একদিকে যেমন প্রিলি-রিটেন দুটোই সম্পূর্ণ শেষ হবে, তেমনি নিয়মিত এক্সাম, আর্কাইভ ক্লাস, ওয়েব অ্যাপে ক্লাস (যাতে ফেসবুকে সময় নষ্ট না হয়) টিচারের নির্দেশনাসহ ইত্যাদি সুবিধা থাকবে। তুমি যদি বিশ্বাস করো এবং তোমার যদি অদম্য ইচ্ছে থাকে, তাহলে ইনশাল্লাহ তুমি সফল হবেই।
ক্লাস গুলোর পাশাপাশি থাকবে সাব্জেকটিভ টেস্ট, পেপার ফাইনাল, ফাইনাল মক টেস্টসহ বিভিন্ন ধরনের কুইজ যা তোমার প্রস্তুতিকে সম্পূর্ণ করবে। আরো থাকছে ইন্টারেক্টিভ জুম ক্লাস যে ক্লাস গুলোতে তোমাদের সমস্যা সমাধানসহ দেয়া হবে গাইড লাইন। তাহলে আর দেরি কেন? দ্রুত যুক্ত হও আমাদের সাথে।
সচরাচর জিজ্ঞাসা :
বি.দ্র. কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও :
https://www.youtube.com/watch?v=ji7epk_R20U