সচরাচর জিজ্ঞাসা :
বি.দ্র. কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও :
https://www.youtube.com/watch?v=ji7epk_R20U
প্রিয় HSC-২০২৫/২৬ ব্যাচের শিক্ষার্থীরা, গ্রুপ সাবজেক্টের প্রেশারে বাংলা তোমাদের পড়াই হয় না। অথচ বাংলা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বেশ কষ্টসাধ্য। বিশেষত বাংলা প্রথম পত্রের অনুধাবনমূলক প্রশ্নগুলো বেশ কঠিন হয়। এছাড়াও সৃজনশীলন উত্তর ভালোভাবে উপস্থাপন না করলে সম্পূর্ণ নম্বর পাওয়া যায় না।
তাই ACS এর পক্ষ থেকে আমরা এনেছি বাংলা প্রথম পত্র কোর্স। যেখানে আমরা প্রথমে শর্ট সিলেবাস ও পরবর্তীতে ফুল সিলেবাসের গদ্য পদ্যগুলো পড়াবো। এছাড়াও আমরা সহপাঠের উপর গাইডলাইন ক্লাস নিব। যার ফলে তোমাদের একাডেমিক ও এডমিশনের জন্য খুব ভালো প্রস্তুতি হয়ে যাবে।
আমাদের এই কোর্সটি দুটো পর্বে সাজানো হয়েছে।
১ম পর্ব : শর্ট সিলেবাস।
২য় পর্ব : ফুল সিলেবাস।
যদি বাংলার জন্য একটু সময় দাও, তাহলেই ইনশাল্লাহ খুব ভালো করতে পারবে। মনে রেখ, বাংলায় অনেক শিক্ষার্থীর A+ ছুটে যায়। যার প্রভাব সমগ্র রেজাল্টে পড়ে।
বি.দ্র. কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও :
https://www.youtube.com/watch?v=ji7epk_R20U